রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশায় কর্মরত দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মোঃ শামীম হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) পাংশা পৌর শহরের আব্দুল মালেক প্লাজার সামনে এ মানববন্ধন করেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, প্রথম আলো প্রতিনিধি রাশেদ রায়হান, যমুনা টেলিভিশনের প্রতিনিধি রুবেলুর রহমান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি শামীম রেজা, যুগান্তর প্রতিনিধি হেলাল মাহমুদ, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম.এ জিন্নাহ, সদস্য মাসুদ রেজা শিশিরসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকর উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে মোঃ শামীম হোসেনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত মামলাটি প্রত্যাহারের দাবি করেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হওয়া মো. আব্দুল্লাহ বাবুর বাবা মো. আব্দুল বারিক শেখ একটি মামলা দায়ের করেন। মামলায় ৮৪ জনকে আসামি করা হয়, যার মধ্যে শামীম হোসেনকে যুবলীগ নেতা হিসেবে ৫৮ নম্বর আসামি করা হয়েছে।
© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।