নিজস্ব প্রতিবেদক: সারা দেশে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। রানিং স্টাফদের দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকায় গতকাল মধ্যরাত থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেছেন। এতে ঢাকার কমলাপুরসহ দেশের অন্যান্য স্টেশনগুলোতে হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন।
আজ মঙ্গলবার সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এই কর্মবিরতি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, “যাত্রীদের ভোগান্তি আমাদের সবচেয়ে বেশি দুঃখিত করে। তবে আমরা রানিং স্টাফদের দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধানের জন্য প্রস্তুত। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা করা হবে।”
রানিং স্টাফদের দাবি মাইলেজ অ্যালাউন্স পুনর্বহাল এবং তা বেসিকের সঙ্গে যুক্ত করে পেনশন সুবিধা নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে এ বিষয়ে তাঁরা দাবি জানালেও ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় এই সুবিধা সীমিত করে দেয়, যা তাঁদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।
ফাওজুল কবির খান আরও জানান, যাত্রীদের বিকল্প ব্যবস্থা হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ২০টি বাস সরবরাহ করেছে। প্রয়োজনে আরও বাস বাড়ানো হবে।
রেলওয়ের রানিং স্টাফরা গার্ড, ট্রেনচালক, সহকারী চালক এবং টিকিট পরিদর্শকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁদের কর্মবিরতির ফলে সারা দেশের ট্রেন চলাচল একপ্রকার অচল হয়ে পড়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফও আজ স্টেশন পরিদর্শন করেন। তাঁরা জানান, এই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, আগামী দিনে বিশ্ব ইজতেমার মতো বড় ইভেন্ট সামনে থাকায় রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য যাত্রীদের পক্ষ থেকে দ্রুত সমাধানের দাবি উঠে আসছে। রানিং স্টাফদের সঙ্গে আলোচনা করে এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।