নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর কালুখালীতে উপজেলার রতনদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ জানুয়ারী বিকেলে রতনদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে ইউনিয়নের রুপসা স্লুইসগেট বাজারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিন মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা।
রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী আল মনছুরে সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রতনদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আজিজ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হুসাইন সাইফুল, কালুখালী উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রবিন শেখ, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি ইমন খন্দকার, সাধারণ সম্পাদক আসিফ মন্ডলসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে রতনদিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির কর্মীদের সমর্থনে মোঃ খালেক শেখ কে সভাপতি ও মোঃ বাদশা শেখ কে সাধারণ সম্পাদক করা হয়।