নিজস্ব প্রতিবেদক: ২৪ বছর আগে দেয়া মায়ের কবর রক্ষা করতে চান সন্তান। সম্প্রতি ওই কবর রক্ষায় আদালতে বাবাকে দিয়ে করিয়েছেন ১৪৪/১৪৫ ধারা জারী। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামে। মায়ের কবর রক্ষার এই আকুতি জানিয়েছিল একই গ্রামের মো: কামাল উদ্দিন শেখের ছেলে রাসেল। এ ঘটনায় পত্র পত্রিকায় সংবাদও হয়েছিল। তার জের ধরে স্থানীয়রা শান্তিপূর্ন সমাধান দিয়েছেন বলে জানিয়েছেন কামাল উদ্দিন শেখ।
এ ঘটনায় শুক্রবার স্থানীয়রা বসে বিষয়টি শান্তিপূন সমাধান দিয়েছেন বলে জানান মোঃ কামাল উদ্দিন শেখ-তিনি বলেন আমরা কখনো করব উচ্ছেদের পক্ষে ছিলাম না, আমার ভাই ও ভাতিজারা বিষয়টিকে ত্বীলকে তাল বানিয়ে নানা ভাবে হয়রানীর চেষ্ঠা করছিল, এ অবস্থায় গ্রামের মুরবীরা ও স্থানীয় গনমাণ্য ব্যাক্তিবর্গ বসে আমাদের সমাধান দিয়েছেন আমরা তাদের দেওয়া সমাধান মেনে নিয়েছি।
স্থানীয় কারা এ মিমাংসা করছেন তিনি জানান- ফারুখ বিশ্বাস, বাবুল মহরী, মাওলানা হেদায়েত হোসেন, সাবেক ইউপি সদস্য ওয়াজেদ মিয়া, বর্তমান ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, যুবদল নেতা বিল্লাল হোসেন, আক্কাস আলী হক মোল্লা, দুলাল মন্ডল, জিয়াউর রহমান বিশ্বাসসহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে কবরের এক পাশ রাস্তা অন্য ৩ পাশে কিছু জমি ফেলে রেখে তারা পাকা ঘুটি দিয়ে গিয়েছে ওই খুটির সামনে দিয়ে আমরা দেওয়াল দিয়ে নিব। আমরা চাই এ করবই নয় আমরা মুসলিম আমাদের সকল মানুষের করবই সু রক্ষিত থাকুক।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন-গ্রামের সকলে মিলে একটি শান্তিপূন সমাধান করা হয়েছে,আশা করি এটা উভয় পক্ষের জন্য শান্তি বয়ে আনবে। এ ব্যাপারে রাসেলের সাথে যোগাযোগ করার জন্য ফোন দিলে তিনি তা রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয়রা বলেন- মিমাংসার সময় রাসেল বা তার পরিবারের কেউ ছিলেন না।
স্থানীয় সুত্রে জানাগেছে এ জমি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে ১৪৪/৪৫ ধারার আবেদন করা হয়েছে আগামী ৩ মার্চ ২০২৫ এ বিষয়ে শুনানীর ডেট রয়েছে বলেও জানা গেছে।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান, কোর্টের আদেশ অনুযায়ী বিবাদীরকে নোটিশ প্রদানপূর্বক উভয়পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার জন্য বলা হয়েছে। কারো বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করার সুনির্দিষ্ট তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।