নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।
এর আগে কুয়াশার কারণে রবিবার রাত ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। এতে যানবাহনের যাত্রী ও পণ্যবাহী ট্রাক নিয়ে বিপাকে পড়েন পরিবহনের চালকরা।
জানা যায়, শনিবার সন্ধ্যা থেকেই ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। রবিবার রাত ১২টার পর ফেরি চলাচলের বিকন বাতি এবং চ্যানেলের মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সোমবার সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার ফলে ঘাট এলাকায় যানবাহনের সারি সৃষ্টি হয়। যাত্রীদের ভোগান্তি বাড়তে থাকে। গাড়ির চালক, শ্রমিক এবং যাত্রীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ঘাটে অপেক্ষা করতে থাকেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, “কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে সোমবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে ঘাটে কিছু যানবাহনের সারি তৈরি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আমরা অপেক্ষমাণ যানবাহনগুলো নদী পার করবো বলে আশা করছি।”
উল্লেখ্য, এই নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করে।