নিজস্ব প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যদের অংশগ্রহণে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি প্রতিরোধ এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
বাজার তদারকির সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়—গোয়ালন্দ বাজারের মেসার্স মাইনউদ্দিন স্টোরকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করার দায়ে ৩ হাজার টাকা এবং মেসার্স রবিন স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এবং ক্রেতাদের অধিকার রক্ষায় ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।