নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে সর্বহারা দলের সক্রিয় সদস্য ও মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন মোহাই (৫০) কে অস্ত্র-গুলি ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজবাড়ী আর্মি ক্যাম্প এ তথ্য জানায়। গ্রেপ্তারকৃত মোহাই রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দার আলীমুদ্দিন মন্ডলের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী আর্মি ক্যাম্প ও সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাত পৌনে ৩ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে সর্বহারা দলের সক্রীয় সদস্য এবং মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন মোহাইকে গ্রেপ্তার করেন। মোহাই এলাকায় অস্ত্রের দাপট দেখিয়ে চাঁদাবাজি করতো বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানায়, গ্রেপ্তারকৃত মোক্তার হোসেন মোহাই এর বিরুদ্ধে পূর্বে মাদক আইনে মামলা রয়েছে। অভিযানে তার বাড়ি থেকে ১টি ওয়ান শুটার গান, ৭ রাউন্ড গুলি, ৩ শত গ্রাম গাজা, গাঁজা পরিমাপক যন্ত্র ও ১টি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় থানার এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।