নিউজ ডেস্ক: বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠনের পথে এগোচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে এই উদ্যোগ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন ছাত্রসংগঠন।
নতুন দল গঠনের ঘোষণা আসার পর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নেবেন। নতুন পথচলায় তাকে অভিনন্দন। তবে এটা স্পষ্ট যে, দল গঠনের প্রক্রিয়ায় নাহিদ ইসলাম সরকারে থাকা অবস্থাতেই যুক্ত ছিলেন। ফলে তার পদত্যাগের পরও নতুন দলকে সরকার-নিরপেক্ষ হিসেবে দেখা কঠিন।’
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টাতে যাওয়া এবং পরে পদত্যাগ করে নতুন দল গঠন—এসব মানুষকে বিভ্রান্ত করছে। ওনারা কি সরকার পরিচালনা করবেন, সুষ্ঠু নির্বাচন করবেন, রাষ্ট্রের সংস্কার করবেন, নাকি ক্ষমতার পথে এগোবেন—এই প্রশ্নের স্পষ্ট জবাব জনগণ পাচ্ছে না।’
এ বিষয়ে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড বলেন, ‘ছাত্রদের একাংশের নেতৃত্বে যে নতুন দল গঠন করা হচ্ছে, আমরা তাকে স্বাগত জানাই। তবে ক্ষমতার ছায়ায় থেকে দল গঠনের বিষয়টি জনগণের আস্থা অর্জনে বাধা হয়ে দাঁড়াতে পারে।’
নতুন এই রাজনৈতিক দল ও এর ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলমান। ছাত্রসংগঠনগুলোর নেতাদের বক্তব্য ইঙ্গিত দেয় যে, এই দল গঠনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে সংশয় এখনও কাটেনি।