নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশা থানার পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে। বুধবার (৫ মার্চ) দুপুর ১টা ১০ মিনিটের সময় পাংশা থানাধীন আজিজ সরদার বাসস্ট্যান্ডের বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন মোঃ লোকমান বিশ্বাস (৩৬)। সে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।”