নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর পাংশায় অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন-অর রশীদসহ নেতৃবৃন্দ। শুক্রবার (৭ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নওশের আলী মল্লিকের (৬০) বাহাদুরপুর গ্রামের বাড়িতে গিয়ে শারীরিক খোঁজ খবর নেন ও তার সু-স্বাস্থ্য কামনা করেন তিনি।
এসময় বিএনপি নেতা হারুন-অর রশীদ বলেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমাদের এই নেতার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, তিনি যেন আমাদের সাথে থেকে আগামীতে বিএনপিকে শক্তিশালী করার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: লিয়াকত আলী খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: রুহুল আমিন সহ উপজেলা ও ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।