1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ০৩ জন আসামী গ্রেফতার ।

রিপোর্টার
  • আপডেট সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮ মোট পাঠক
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ০৩ জন আসামী গ্রেফতার ।

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ী জেলা পুলিশ গুরুত্বপূর্ন অপরাধ উদ্ঘাটনে সদা বদ্ধপরিকর। ইতোমধ্যে রাজবাড়ী জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধ দ্রুততার সাথে উদ্ঘাটন করা হয়েছে।

তারই ধারাবাহিকতায়, ইং ০৬/০৩/২০২৫ তারিখে অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) সেলিম মোল্যা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে এফআইআর নং-৫, তারিখ-৬ মার্চ, ২০২৫; জি আর নং-৬৬, তারিখ-৬ মার্চ, ২০২৫; ধারা-143/323/341/365/385/386 The Penal Code, 1860 এর আওতায় আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১। মোঃ আরিফুল ইসলাম শান্ত (৩৫), পিতা- মৃত আঃ মালেক, সাং- কাইমুদ্দিন মাতুব্বর পাড়া, ৯ নং ওয়ার্ড, গোয়ালন্দ পৌরসভা, থানা- গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ী। ২। মোঃ সাফায়েত আকন্দ (২২), পিতা- বাবুল আকন্দ, সাং- স্বল্পদুগিয়া ইউপি আমতলা, থানা ও জেলা- নেত্রকোণা; বর্তমান ঠিকানা- দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লি (আজিজুল এর কর্মচারী, আশরাফ এর বাড়ী), থানা- গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ী। ৩। খোকন (৩০), পিতা- লাল মিয়া সরদার, সাং- নিলু শেখের পাড়া, ৪ নং ওয়ার্ড (গোয়ালন্দ পৌরসভা), থানা- গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ী।

তাদেরকে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লির মধ্যে রাশিদার বাড়ি হতে ০৬/০৩/২০২৫ খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৭:৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের পুলিশ এসকটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।