নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিলগজারিয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে বাহাদুরপুর পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা। আটককৃত ব্যক্তির নাম মোঃ শফিক (৩৯)। তিনি বিলগজারিয়া গ্রামের মৃত আলিমুদ্দি শেখ ও মোছাম্মাত হামেদা খাতুনের ছেলে।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) সকালে বিলগজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে শফিককে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাহাদুরপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ বদ্ধপরিকর।