নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী সরকারি কলেজ শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজবাড়ী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর খান রনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহব্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন মন্ডল, সিনিয়র সহসভাপতি সুজন আলী, সহসভাপতি সামিরা রহমান, কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক তারেক রহমান।
বক্তারা সারা দেশে ধর্ষণ ও নারীর প্রতি নানা ধরনের সহিংসতার দ্রুত বিচার দাবি করেন। সেই সাথে অপরাধীদের গ্রেফতারের দাবিও করেন তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়।