নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাবাসপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হাবাসপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে হাবাসপুর স্পোর্টিং ক্লাব সংলগ্ন মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামানিকের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী -২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: হারুন-অর রশীদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: লিয়াকত আলী খান, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ-উল ইসলাম মিষ্টি।
এসময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: রইচ উদ্দিন খান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: তুহিনুর রহমান, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জমির উদ্দিন, কালুখালী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান তোতা, পাংশা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: সাবু সরদার, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আনসার মোল্লা, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নিজাম উদ্দিন, পাংশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: রুহুল আমিন, পাংশা পৌর যুবদলের আহ্বায়ক মো: সবুজ সরদার, যুবদল নেতা আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো: শামীম আহম্মেদ রুবেল, সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম মুন্সী, পৌর ছাত্রদলের সভাপতি মো: রাশেদুল ইসলাম ও পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জীবন। এছাড়াও উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন, হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।