নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর পাংশায় জাটকা আহরণে বিরত থাকা জেলেদের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় পরিবার প্রতি ৪০ কেজি হারে মোট ৮০ কেজি ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ চাউল বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ রাজবাড়ীতে ওএমএস কার্যক্রম তদারকিতে জেলা প্রশাসনের অভিযান
চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস,এম আবু দারদা, হাবাসপুর ইউপি চেয়ারম্যান মো: আল-মামুন খান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মো: সজিব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, হাবাসপুর ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহ: জাহাঙ্গীর আলম, বাহাদুরপুর ট্যাগ অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ মোদাচ্ছের হোসেন, হাবাসপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: জাকির হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার সরকার।
জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক জাটকা আহরণে বিরত থাকা জেলেদের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় পরিবার প্রতি ফেব্রুয়ারি-মার্চ চক্রে ৪০ কেজি হারে মোট ৮০ কেজি ভিজিএফ চাউল জেলেদের মাঝে বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচীর আওতায় উপজেলার হাবাসপুর ইউনিয়নে ১৪০ জন ও বাহাদুরপুর ইউনিয়নে ১২৪ জন কার্ডধারী জেলেদের মাঝে বরাদ্দকৃত চাউল প্রদান করা হয়েছে।