নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর, সুলতানপুর, শহীদওহাবপুর ও মূলঘর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুনঃ রাজবাড়ীতে মুঘল রেস্তোরাঁকে জরিমানা
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ঐতিহাসিক গোয়ালন্দ মোড় টেক্সটাইল মিল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আসলাম মিয়া।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবুর রহমান, জেলা কৃষক দলের সদ্স্য সচিব সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আব্দুল মালেক খান, সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন প্রমূখ। এছাড়াও জেলা, সদর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মো. আসলাম মিয়া বলেন, পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলে শুধু নেতাকর্মীদের নিয়েই নয়, দেশের সর্বস্তরের জনগণকে অন্তর্ভুক্ত করতে হবে। জনগণই আমাদের শক্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, দলীয় নেতাকর্মীদের সবসময় জনগণের পাশে থাকতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতা সংগ্রামে ছাত্র-জনতার বিপ্লবের যে ঐতিহ্য, তা ধ্বংস করতে চেয়েছিল ফ্যাসিস্ট সরকার। আওয়ামী লীগ ও তার দোসররা পালিয়ে গিয়েও জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর ষড়যন্ত্র করছে। তাই আমাদের নেতাকর্মীদের সবসময় সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
ইফতার শুরুর পূর্ব মূহুর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়া মাদরাসার অধ্যক্ষ পীরজাদা সিরাজুম্মুনির ও গোয়ালন্দ মোড় টেক্সটাইল মিল জামে মসজিদের খতিব মোঃ কামরুল ইসলাম।
ভিডিও নিউজ