গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় মোট ৫০ হাজার ৬০৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১৫ হাজার ৬৩ জন। হতাহতদের মধ্যে প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বা রাস্তায় পড়ে রয়েছেন। উদ্ধারকারীরা পর্যাপ্ত সহায়তা ও নিরাপত্তার অভাবে এখনো তাদের কাছে পৌঁছাতে পারেননি।
গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় ইতোমধ্যে এক হাজার ২৪৯ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। এর আগে জানুয়ারি মাসে ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও মার্চের তৃতীয় সপ্তাহ থেকে আবারও ব্যাপক বিমান হামলা শুরু করে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
গাজায় চলমান এই মানবিক বিপর্যয় নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়লেও এখনও পর্যন্ত সংঘাত থামার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না।