রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামে দুইটি ভেজাল গুড় উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আবু দারদার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে শেখ আলমাসের একটি সক্রিয় কারখানা এবং আরেকটি পরিত্যক্ত কারখানার প্রায় হাজার খানেক ড্রাম ও মাটির কোলাভর্তি ভেজাল গুড় এবং উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল ধ্বংস করা হয়। এসব গুড় ও কেমিক্যাল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল বলে জানা গেছে।
অভিযানকালে পাংশা মডেল থানা পুলিশ ও আনসার বাহিনী সহায়তা করে। এ সময় শেখ আলমাসের ছেলে মো. ফারুক হোসেন (মানিকগঞ্জ জেলার বাসিন্দা) নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আবু দারদা বলেন, “মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি এসব ভেজাল গুড়ের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”