‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’—এই স্লোগানে ইলিশ উৎপাদন বাড়াতে রাজবাড়ীর গোয়ালন্দে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এ কর্মসূচি।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীর পাড়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও নৌ র্যালির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মাজহারুল ইসলাম।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান-এর সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার ইসলাম পাইলট-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা, কোস্টগার্ড গোয়ালন্দ শাখার সিপিও মো. শফিকুল ইসলাম, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মোহন মণ্ডল, উপজেলা জেলে পরিবারের সভাপতি মো. আসলাম মোল্লা, সাধারণ সম্পাদক ওচেল বেপারী প্রমুখ।
বক্তারা বলেন, ইলিশ জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় জাটকা শিকার বন্ধ করা জরুরি। প্রশাসন, জেলে সমাজ ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ইলিশের উৎপাদন বহুগুণে বাড়ানো সম্ভব।
তারা আরও বলেন, সরকার জাটকা সংরক্ষণে কঠোর। নিয়মিত অভিযান চালানো হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারে জাটকা ক্রয়-বিক্রয় রোধে মনিটরিং জোরদার করা হবে। জেলেদের সহায়তা অব্যাহত রাখতে হবে যেন তারা বিকল্প জীবিকায় স্থিত হতে পারেন।
বক্তারা উল্লেখ করেন, ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের ইলিশকে জাটকা ধরা হয়। জাটকা সংরক্ষণই ভবিষ্যতে বেশি ওজনের ইলিশ পাওয়ার মূল ভিত্তি।