কক্সবাজার শহরের কলাতলী এলাকায় মঙ্গলবার (৬ মে) সকালে ঝটিকা মিছিল করেছে জেলা যুবলীগের একটি দল। প্রত্যুষে অনুষ্ঠিত এ কর্মসূচি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে, বিশেষ করে ব্যবহৃত ব্যানারে বানান ভুলকে কেন্দ্র করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে ২০-২৫ জনের একটি দল হঠাৎ করেই কলাতলী গোলচত্বর (ডলফিন মোড়) থেকে মিছিল শুরু করে এবং তা শেষ হয় সুগন্ধা সৈকত পয়েন্টে। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবলীগ নেতা মুনাফ সিকদার, যিনি লাল টি-শার্ট পরে মিছিলের অগ্রভাগে ছিলেন।
মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল—‘শেখ হাসিনা আসবেই, বাংলাদেশ (ভুলভাবে লেখা ছিল “বাংলদেশ”) হাসবেই’। আয়োজক হিসেবে সেখানে উল্লেখ ছিল “বাংলাদেশ যুবলীগ, কক্সবাজার জেলা শাখা”। এই ব্যানারের বানান ভুল নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মিছিলটি প্রায় ৫৯ সেকেন্ড স্থায়ী হয়।
মিছিল চলাকালে কলাতলী হোটেল-মোটেল জোনের রাস্তা ছিল প্রায় ফাঁকা এবং বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ। মিছিল শেষে সুগন্ধা পয়েন্টে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মুনাফ সিকদার। তখন এলাকায় লোকজন জড়ো হতে শুরু করলে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, “ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে মিছিলকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।”
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় শহরে বিক্ষোভ করেছে ছাত্রদল। তারা অভিযোগ করে, “প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে মুনাফ সিকদারের মতো নেতারা এমন দুঃসাহস দেখাতে পারছে।” তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
এর আগে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণেও অংশ নিয়েছিলেন মুনাফ সিকদার।