বিয়ের প্রস্তুতি চলছিল জোরেশোরে। বাড়ি সাজানো, গেট বাঁধা—সবই ছিল আসন্ন আনন্দঘন মুহূর্তের প্রতীক্ষায়। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে প্রাণ হারিয়েছেন হুসাইন আহমদ বাবলু (২৫), যিনি আসছে শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল।
মঙ্গলবার দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম মরইরতল এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাবলুর মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত হয়েছেন তার সঙ্গী কাওসার আহমদ নামের এক যুবক, যিনি বর্তমানে চিকিৎসাধীন।
নিহত বাবলু জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের বাসিন্দা এবং মখলিছুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন। তার বিয়ের অনুষ্ঠান ছিল আগামী শুক্রবার, পাত্রী গোটারগ্রামের আবদুল হালিমের মেয়ে মাহমুদা জান্নাত।
স্থানীয়রা জানান, বাবলুর মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পরপরই উৎসবমুখর পরিবেশ পরিণত হয় শোকাবহ বাতাবরণে। যে গেট দিয়ে বর-কনের শুভ প্রবেশের কথা ছিল, সেখান দিয়েই বের করা হয় বাবলুর নিথর দেহ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সড়ক দুর্ঘটনায় বাবলুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাবলুর অকাল মৃত্যুতে তার পরিবার, আত্মীয়স্বজন এবং পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আনন্দের দিন যে এমন এক হৃদয়বিদারক পরিণতি বয়ে আনবে, তা কেউ কল্পনাও করেনি।