সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। ভারতের অভিযোগ, পাকিস্তান একাধিকবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, এবং এইসব কর্মকাণ্ডের ‘যথাযথ ও উপযুক্ত’ জবাব দিচ্ছে ভারতের সশস্ত্র বাহিনী।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি শনিবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, “আমরা যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। আমাদের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।” তিনি আরও জানান, পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা দায়িত্বশীল আচরণ করে এবং সীমান্ত পরিস্থিতি উত্তেজনামুক্ত রাখে।
শনিবার সন্ধ্যায় যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরপরই কাশ্মীরের শ্রীনগর এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারত সরকারের একটি সূত্র দাবি করেছে, এটি পাকিস্তানের ছোড়া গোলার ফলেই হয়েছে। যদিও এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এখনো অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে প্রশ্ন তোলেন, “সবে হওয়া যুদ্ধবিরতি কি তবে ছাইয়ে পরিণত হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।”
এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারত। সেনাবাহিনীকে নিয়ন্ত্রণরেখায় সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
দুই দেশের মধ্যে সাম্প্রতিক এই উত্তেজনা একদিকে যেমন কূটনৈতিক চাপ তৈরি করছে, অন্যদিকে সীমান্তবর্তী জনগণের মধ্যে আতঙ্কও বাড়িয়ে তুলছে।