রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় সমিল এলাকায় বাসচাপায় মালেক মোল্যা (৪৫) নামে এক যুবক মারা গেছেন। তিনি সদর উপজেলার ধুলদী জয়পুর গ্রামের হাবিবুর রহমান ওরফে হবি মোল্যার ছেলে।
সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মালেক মোল্যা সড়ক পার হওয়ার সময় রাবেয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম জানান, দুর্ঘটনায় প্রাণহানির পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।