নিজস্ব প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রাহিমা আক্তার নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার মোঃ ওবায়দুর সরদারের স্ত্রী।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, দীর্ঘদিন ধরে রাহিমা আক্তার তার বাড়ির রান্নাঘরে ফেনসিডিল মজুদ করে এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করছিলেন। গোপন সংবাদ পেয়ে পুলিশ রবিবার রাতে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে রান্নাঘরের ভেতর থেকে নিষিদ্ধ ৭০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ রাহিমাকে হাতেনাতে আটক করা হয়। আটক ওই নারীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ মাদক চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।