নিজস্ব প্রতিবেদকঃ
সদর থানার পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি ইব্রাহিম মোল্লাকে (৩৮) গ্রেপ্তার করেছে। শুক্রবার (৬ জানুয়ারি ২০২৫) রাত ১১টা ২০ মিনিটে রামকান্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ইব্রাহিম মোল্লা রাজবাড়ী সদর থানায় দায়ের করা এফআইআর নং-১৪, তারিখ ৩০ আগস্ট ২০২৪-এর তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটি দণ্ডবিধির ১৪৩/১৪৮/৩৪১/৩০৭/৩২৫/১১৪/৩৪ ধারা এবং ১৯০৮ সালের Explosive Substances Act এর ৩/৬ ধারায় দায়ের করা হয়।
ইব্রাহিম মোল্লা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, এ ধরনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহিম মোল্লার বিরুদ্ধে আরও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যা তদন্তাধীন।