নিজস্ব প্রতিবেদকঃ
লিটন চক্রবর্তী সম্প্রতি পাঁচটি মাতৃহীন লক্ষীপেঁচার শাবককে উদ্ধার করে তাদের লালনপালন করছেন। তিনি রাজবাড়ী শহরের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়ার বাসিন্দা এবং রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি।
লিটন চক্রবর্তী জানান, পশু-পাখির প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। গত শনিবার তার এক বন্ধু তাকে জানান যে ফরিদপুরের মধুখালী উপজেলার একটি ইউনিয়নের আশাপুর এলাকার একটি জুট মিলের টয়লেটের ওপরে পাঁচটি লক্ষীপেঁচার শাবক পাওয়া গেছে। শাবকগুলোর মা নেই, এবং কয়েক দিন ধরে খাবার না পেয়ে তারা অশক্ত হয়ে পড়েছে। খবরটি শুনে লিটন চক্রবর্তী তৎক্ষণাৎ সেখানে যান এবং শাবকগুলোকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
শাবকগুলোর বয়স আনুমানিক এক মাস। তারা এখনও উড়তে শেখেনি। পেঁচার খাবার সম্পর্কে ধারণা নিয়ে তিনি তাদের ছোট ছোট মাছ টুকরো করে খাওয়াচ্ছেন। শাবকগুলো পোকামাকড় খায়, তবে সংগ্রহ করতে না পারায় আপাতত মাছ খাওয়ানো হচ্ছে। শাবকগুলোকে একটি খাঁচায় রেখে তার আরামঘরের কক্ষে রাখা হয়েছে। দিনের বেলায় তাদের রোদে দেওয়া হয় এবং রাতে ঠাণ্ডা থেকে বাঁচাতে খাঁচার উপর কম্বল দিয়ে ঢেকে রাখা হয়।
লিটন চক্রবর্তী জানান, শাবকগুলো উড়তে শিখলেই তাদের মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হবে, যাতে তারা নিজেদের ঠিকানায় ফিরে যেতে পারে। এর আগে তিনি একটি অসুস্থ ঈগল পাখি উদ্ধার করে সুস্থ হওয়ার পর মুক্ত আকাশে ছেড়ে দিয়েছিলেন।
পশু-পাখির প্রতি এই অগাধ ভালোবাসা থেকে তিনি সবসময় তাদের সমস্যায় এগিয়ে আসেন এবং যত্ন নেন।