রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাটিপাড়া তরুণ ক্লাবের পরিচালনায় দেড় মাসব্যাপী চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটায় রামকান্তপুর মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট উদ্বোধন করেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন মাটিপাড়া তরুণ ক্লাবের কোচ দেলোয়ার হোসেন, সমাজসেবক শহিদুল ইসলাম সোহাগ এবং মো. হাবিব শেখ।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে মাটিপাড়া তরুণ ক্লাব ও আলাদিপুর ডায়নামিক বয়েজ ক্লাব প্রতিযোগিতা করছে।
রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজীব মোল্লা বলেন, “বর্তমানে অনেক যুবক মাদকাসক্ত হয়ে পড়ছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে আমাদের এই উদ্যোগ। যুবসমাজ যদি খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়, তাহলে তারা মাদক থেকে দূরে থাকতে পারবে। এছাড়া মানুষের শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই।”