রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শ্রমিকদের দ্বন্দ্বের জেরে শনিবার (১১ জানুয়ারি) বিকেল থেকে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে রাজবাড়ী কুষ্টিয়া রুটের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাস না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে অন্য পরিবহন ব্যবহার করে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।রাজবাড়ী বাস মালিক সমিতির শ্রমিকদের সঙ্গে কুষ্টিয়া বাস মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধের জের ধরেই এই বাস চলাচল বন্ধ হয়ে যায়।
রাজবাড়ী বাস মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক রোববার জানান, দুই জেলার পরিবহন শ্রমিকদের বিরোধে বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা সমস্যা সমাধানে দুই জেলার শ্রমিকদের নিয়ে বসে বিরোধ মেটানোর চেষ্টা করছি। এখানে মালিকদের কোন সমস্যা নেই।
এই সংকট দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী যাত্রীরা।