নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর এলাকায় ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের পাশে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়। রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— রাব্বী আলী (২২), পিতা মৃত একরাম আলী, মাতা শিউলি বেগম, এবং মো. শামীম আহমেদ ওরফে হাসিব (২৬), পিতা মৃত হাসান আলী, মাতা মৃত নাছিমা বেগম। তারা উভয়েই রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়ণপুর এলাকার বাসিন্দা।
অভিযানের সময় খানখানাপুরের হযরত নামে এক ব্যক্তির চায়ের দোকানের সামনে সন্দেহজনক গতিবিধি দেখে তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।