রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি ১৫ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার জেলে কালাম হলদার ও তার সহযোগীরা পদ্মা নদীর চর মজলিসপুর এলাকায় জাল ফেললে মাছটি তাদের জালে আটকা পড়ে।
মাছটিকে দৌলতদিয়া ঘাটের আনু খাঁর আড়তে নিয়ে আসা হয়, যেখানে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ২,৫০০ টাকা কেজি দরে মাছটি ৩৭,৫০০ টাকায় কিনে নেন।
চান্দু মোল্লা জানান, মাছটি কেনার পর তিনি মোবাইলে ছবি তুলে দেশের বিভিন্ন ক্রেতাদের সাথে যোগাযোগ করেন। পরে মাছটি ২,৬০০ টাকা কেজি দরে মোট ৩৯,০০০ টাকায় বিক্রি করেন।
স্থানীয়রা জানান, শীতকালে পদ্মা নদীতে এমন বড় বোয়াল মাছ প্রায়ই ধরা পড়ে, যা বাজারে বেশ চাহিদা সৃষ্টি করে।