নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘক্ষণ মাঝনদীতে আটকে থাকা দুটি ফেরি নিরাপদে তীরে এসে পৌঁছায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক আলীম রায়হান জানিয়েছেন, ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় ছিল। বর্তমানে সিরিয়াল অনুযায়ী যানবাহনগুলো ফেরিতে তোলা হচ্ছে।
এর আগে, শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে।
কুয়াশাজনিত কারণে নিয়মিত নৌপথে সমস্যার সম্মুখীন হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় যানবাহন ও যাত্রীরা স্বস্তি পেয়েছেন।