নিউজ ডেস্কঃ ঢাকার হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। চারতলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত লেদারের গোডাউনটিতে এই আগুন লাগে।
তবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহতের খবর এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংবাদটি প্রচারের সময় পর্যন্ত অন্তত ১০ জন শ্রমিক ভবনটির ৫ম তলায় আটকা পরে ছিলেন। তারা পানির জন্য আকুতি জানাচ্ছিলেন। তারা আরও আকুতি জানাচ্ছিলেন জানালা ভেঙ্গে যেন তাদেরকে উদ্ধার করা হয়।
দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত।