নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তদারকি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে রাজবাড়ী জেলা “বিশেষ টাস্কফোর্স” কমিটির তত্ত্বাবধানে অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলার দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) গোয়ালন্দ উপজেলার হামদে মৃধার হাটে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যদের অংশগ্রহণে এই কার্যক্রম পরিচালিত হয়।
তদারকির সময় বাজারে পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং ক্রয় রসিদ সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানকালে নাঈম স্টোরকে পণ্য সঠিকভাবে সরবরাহ না করার জন্য ৩,০০০ টাকা এবং মার্সোস আঁখি স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও প্রদর্শন করার দায়ে ৪,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।