নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীতে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে ‘বই পড়া প্রতিযোগিতা’ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার রাজবাড়ী শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বই পড়া প্রতিযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শোভা’ গল্পের উপর বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির ৪৭ জন ছাত্রী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় রাজবাড়ীর সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকারের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, উপদেষ্টা রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, রাজবাড়ী সুহৃদ সমাবেশের পাঠচক্র সম্পাদক কলেজ শিক্ষক আব্দুর রব সুমন, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক অরুণ প্রামাণিক, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, তপন কুমার পাল, আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রবিউল রবি । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমকাল পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন। আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা আটজনকে বই ও কলম পুরস্কার দেওয়া হয়।
স্কুৃল পরিভ্রমণ নামে এ কর্মসূচি পর্যায়ক্রমে জেলার বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।