রাজবাড়ীর কালুখালী উপজেলায় যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত মোঃ শাহিনুর রহমান (২৪) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্রে জানা গেছে, অদ্য ১৫ মে ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল কালুখালী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে শাহিনুর রহমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সিআর মামলা নং- ৭৫৫/২৩, ধারা- যৌতুক নিরোধ আইন ৩(ক) অনুযায়ী আদালতের দেওয়া সাজা রয়েছে।
গ্রেফতারকৃত শাহিনুর রহমান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বিল শ্যামসুন্দরপুর গ্রামের ইমারত আলী মণ্ডলের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।