যৌতুক দাবি ও জোরপূর্বক গর্ভপাত করানোর মামলার অন্যতম আসামি মো. হাবিব মোল্লা (২৪)–কে রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব সূত্রে জানানো হয়, ২০২৩ সালের ২৩ জানুয়ারি ভিকটিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় হাবিব মোল্লা। এরপর থেকে সে ও তার পরিবারের সদস্যরা ভিকটিমের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে ২০২৪ সালের ১ এপ্রিল ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। দাবি পূরণ না করায় ভিকটিমকে মারধর করে এবং পরিকল্পিতভাবে তার চার মাসের গর্ভজাত সন্তানকে জোরপূর্বক গর্ভপাত করানো হয়। এতে ভিকটিম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে পাংশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩১৩ ধারায় মামলা করেন (মামলা নং- ০৬, তারিখ- ০৬/০৫/২০২৫)।
এরই প্রেক্ষিতে, মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৪টার দিকে হাবিবকে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।