রাজবাড়ীর গোয়ালন্দঘাট উপজেলায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৭ মে) রাতে গোয়ালন্দঘাট থানাধীন জুরান মন্ডল পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন—মো. সাজাহান শেখ (৩৪), পিতা মো. শানাল শেখ এবং মো. এরশাদ শেখ (৩৭), পিতা মৃত তোরাপ আলী শেখ। তারা দুজনেই গোয়ালন্দঘাট থানার নতুনপাড়া এলাকার বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ীর অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুরান মন্ডল পাড়া এলাকা থেকে আসামিদের হেফাজত থেকে মোট ১০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজবাড়ী জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই মদ প্রস্তুত ও বিক্রির গোপন কার্যক্রম চলছিল। ডিবির এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান তারা।