রাজবাড়ীতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৪ বয়সী শিশু-কিশোরদের জন্য সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম। শনিবার (১৭ মে ২০২৫) রাজবাড়ী সুইমিংপুলে এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক সুলতানা আক্তার।
প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার জনাব আমানুল্লাহ আহমেদ, ক্ষুদে সাঁতার প্রশিক্ষণার্থীবৃন্দ এবং স্থানীয় ক্রীড়ানুরাগীরা।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে মোট ১১ দিনব্যাপী। এ সময়ের মধ্যে অংশগ্রহণকারীরা ২১টি সেশনে প্রশিক্ষণ গ্রহণ করবে।
সাঁতারকে জাতীয় ক্রীড়ার ভিত্তি হিসেবে বিবেচনা করে শিশুকিশোরদের দক্ষ করে তোলার এই উদ্যোগ জেলার ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।