রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে “জন্ম ও মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ক সভা” এবং “ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার। শনিবার ( ১৭ মে ২০২৫) এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক সুলতানা আক্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম, উপ-পরিচালক (স্থানীয় সরকার), রাজবাড়ী; এস.এম মাসুদ, সিভিল সার্জন, রাজবাড়ী; উছেন মে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের বর্তমান অগ্রগতি পর্যালোচনা ও তা আরও উন্নত করার কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনারে আইনটির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধনের শতভাগ নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।”
সেমিনারে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট বিষয়ের ওপর মতামত ও পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।