রাজবাড়ীর সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শুক্রবার (৯ মে) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী আবু শাহিন জানান, ভোর ৫টা ৮ মিনিটে স্থানীয় এক ব্যক্তি আগুন লাগার খবর দেন। সঙ্গে সঙ্গে তিনি রাজবাড়ী ফায়ার সার্ভিসে খবর দিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, রাউটার, ফটোকপি মেশিন, ব্রডব্যান্ড ডিভাইস, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সনাজ মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগতে পারে। তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
প্রসঙ্গত, খানগঞ্জ ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান সোহান গত ১৩ মার্চ থেকে অফিস করেন না। তার অপসারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে নানা প্রশ্ন উঠছে এলাকাবাসীর মাঝে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েই রাজবাড়ীর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাজহারুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারিয়া হক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে মনে হচ্ছে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তারপরও আমরা তদন্ত করছি।